Print

SomoyKontho.com

মাহি এবং নয়া সিদ্ধান্ত

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৭, ২০১৭ , ১১:৪০ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৭, ২০১৭, ১১:৪০ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

সময়কণ্ঠ প্রতিবেদক : চিত্রনায়িকা মাহিয়া মাহি। সবশেষ দীপংকর দীপনের পরিচালনায় তার অভিনীত ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এ ছবিতে সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন মাহি। ছবিটিতে তার বিপরীতে রয়েছেন আরিফিন শুভ। ছবির প্রচারণার কাজে ইউরোপের বিভিন্ন শহরে ভ্রমণ শেষে সমপ্রতি দেশে ফিরেছেন এ অভিনেত্রী। এ ছবির সফলতার পর তার ব্যস্ততাও বেড়েছে। নতুন ছবির কাজ শুরু করেছেন তিনি। ছবির নাম ‘অবতার’। এ মাসের শুরুতে পাবনায় এ ছবিটির কাজ শুরু হয়েছে। মাহি এ প্রসঙ্গে বলেন, আমি বর্তমানে পাবনায় ‘অবতার’-এর শুটিং করছি। এটা আমার নতুন ছবি। নাম শুনেই বোঝা যাচ্ছে একটু ভিন্ন ধরনের ছবি এটি। এখানে আমাকে দর্শক সবসময়ের চেয়ে ভিন্ন ধরনের চরিত্রে দেখতে পাবেন। এবার আমি মেডিকেলের ছাত্রী। পড়াশোনা করার সময় বাবা-মা চাইতেন ডাক্তার হই। তা না হলেও সিনেমায় এবার ডাক্তার ছাত্রী হয়েছি আমি। আমার চরিত্রটি প্রথম দিকে খুব শান্ত থাকলেও পরে কাহিনীর বাঁকে প্রতিবাদী হয়ে উঠে। ১লা ডিসেম্বর থেকে ‘আবতার’-এর শুটিং করছেন মাহি। শেষ হবে ২০শে ডিসেম্বর। এ ছবিতে মাহির নায়ক নবাগত রুশো। আর তার বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন আমিন খান। এছাড়া রয়েছেন মিশা সওদাগর ও সুব্রত। ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ পরিচালকের নিজের। এদিকে মাহি সবশেষ শুটিং শেষ করেছেন ‘জান্নাত’ ছবির। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এ ছবিটি নিয়ে অনেক আশাবাদী মাহি। এ প্রসঙ্গে তিনি বলেন, এ ছবিতে আমি নাম ভূমিকায় অভিনয় করেছি। আর এতে আমার বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক। ছবিটি কয়েকদিনের মধ্যে সেন্সরে যাবে বলে জেনেছি। ছবিটি নিয়ে আমি অনেক আশাবাদী। ঢালিউডে মাহি অভিনীত বেশকিছু ছবি এ যাবৎ সফলতা পেয়েছে। তাই দর্শকদের ঠকানোর মতো কোনো কাজ করতে চান না বলে জানালেন তিনি। মাহি বলেন, দর্শকরা আমার শক্তি। সামনে আমার অভিনীত ‘পলকে পলকে তোমাকে চাই’, ‘পবিত্র ভালোবাসা’, ‘মন দেবো মন নেবো’ নামের ছবিগুলো মুক্তি পাবে। যারা আমাকে ভালোবেসে সিনেমা দেখেন তাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। ভালো সিনেমা এখনও হচ্ছে বলে মনে করি আমি। অন্যদিকে এফডিসিতে বদিউল আলম খোকন পরিচালিত ‘আমার মা আমার বেহেশত’-এর শুটিং শুরু হয়েছে। এ ছবির নায়ক হিসেবে কাজ শুরু করেছেন সাইমন সাদিক। ছবিটিতে তার বিপরীতে মাহির অভিনয় করার কথা রয়েছে। তবে এতে এখনও চুক্তিবদ্ধ হন নি এ অভিনেত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি এখনো ছবিটিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হইনি। হলে অবশ্যই কাজ শুরু করব। প্রসঙ্গত, ‘পোড়ামন’ ছবিতে কাজের পর মাহি ও সাইমনের একসঙ্গে অনেকদিন কাজ হয়নি। তবে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক তাদের জুটি করে ‘জান্নাত’ ছবিটি দর্শকদের উপহার দেয়ার জন্য প্রস্তুত করেছেন। নতুন বছরে ছবিটি দর্শক প্রেক্ষাগৃহে দেখতে পাবেন। এদিকে মাহি চলতি বছরের সেপ্টেম্বরে লন্ডনে যৌথ প্রযোজনার ছবি ‘তুই শুধু আমার’ এর কাজ করেছেন। এ ছবিতে প্রথমবার কলকাতার অভিনেতা সোহমের বিপরীতে অভিনয় করেছেন তিনি। ‘তুই শুধু আমার’ প্রযোজনা করছে বাংলাদেশের অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্ট ও ভারতের এসকে মুভিজ। এ ছবিতে আরো অভিনয় করছেন ওম ও আমান রেজা। ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন ভারতের জয়দ্বীপ মুখার্জি এবং বাংলাদেশের পরিচালক অনন্য মামুন। ঢালিউডের পথচলায় এ সময়ে এসে ছবির ব্যস্ততা অনেকটাই বেড়েছে মাহির। তবে এহেন ব্যস্ততার কারণে পথ হারাতে চান না তিনি। সবকিছু ঠিক রেখে ভালো কাজই করে যেতে চান এই অভিনেত্রী।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]