Print

SomoyKontho.com

সানি আমার ভালো বন্ধু

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২০, ২০১৮ , ৩:২০ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০১৮, ৩:২২ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

সময়কণ্ঠ প্রতিবেদক : এবার জনপ্রিয় গীতিকার অনুরূপ আইচ’র লেখা গান গাইলেন সাংবাদিক ও অভিনেতা একে আজাদ সানি। ‘দুই জীবন’ শিরোনামের গানটির সুর করেছেন এ আর সারোয়ার এবং কম্পোজিশন করেছেন আসিফ শাহরিয়ার। অনুরূপ আইচ এর লেখা জনপ্রিয় গান ‘এক জীবন’ এবং ‘এক জীবন টু’র পর এবার অনুরূপ আইচ-এর মিশন ‘দুই জীবন’ নিয়ে। গানের নাম করণও করা হয়েছে আনুরূপ আইচ’এর ‘দুই জীবন’ শিরোনামে। আর এই গানেরই অসাধারাণ একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হচ্ছে। ক্রিভোজ প্রেমের গল্প এবং অ্যাকশনধর্মী মিউজিক ভিডিটি’র পরিচালনা করছেন যৌথভাবে তরুণ দুই নির্মাতা স্বাধীন ফুয়াদ। মডেল হিসেবে কাজ করছেন ফ্যাশন মডেল কোয়েনা চৌধুরী অনন্যা ও আহমেদ মুন। অচিরইে মিউজিক ভিডিওটির শুটিং করা হবে। নতুন এই ভিডিও সম্পর্কে কোয়েনা বলেন, দুই জীবনের গল্পটি অসাধারণ। ক্রিভোজ প্রেম রয়েছে গল্পটিতে। আশা করছি; আমার আগের সকল কাজগুলো থেকে ‘দুই জীবন’ আরো অনেক ভালো হবে। কথা প্রসঙ্গে বলেন, হ্যা; আমি এর আগেও সানির সাথে কাজ করেছি। সানির চিন্তাধারা অনেক ভালো। সানি’র সাথে আমার বোঝাপড়াও ভালো। সানি আমার ভালো বন্ধু; তাই একসাথে আমাদের কাজের প্লানগুলোও হয়। আপনারা সবাই দুই জীবনের জন্য দোয়া করবেন।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]