Print

SomoyKontho.com

থার্টি ফার্স্ট নাইটে বন্ধ মাওয়ার সব রেস্তোরাঁ, যান চলাচল সীমিত

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৩১, ২০২৪ , ৭:১৭ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৩১, ২০২৪, ৭:১৭ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

থার্টি ফার্স্ট নাইটে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাত ১২টার পর থেকে বন্ধ থাকবে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটের সকল রেস্তোরাঁ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন।

শুধু থার্টি ফার্স্ট নাইট-ই নয়, প্রয়োজনে পরের দিন পহেলা জানুয়ারি শুক্রবারও পরিস্থিতি দেখে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। এছাড়া উপজেলার শিমুলিয়া ঘাট ও মাওয়া এলাকায় আতশবাজি ও পটকা ফুটানো নিষিদ্ধ করার পাশাপাশি পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান আয়োজন বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে উপজেলা প্রশাসন।

এছাড়া রাত ৮টার পর থেকে এ এলাকায় সকল ধরনের যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। উচ্ছৃঙ্খল আচরণ থেকে বিরত থাকতে চালানো হচ্ছে প্রচারনা।

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর জেলার লৌহজং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় থার্টি ফার্স্ট নাইটে শিমুলিয়া ঘাটে আসা পর্যটকদের নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়। সেখানে শিমুলিয়া ঘাটের সকল রেস্তোরাঁ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, অপ্রত্যাশিত ঘটনা এড়াতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিমুলিয়া ঘাটের রেস্তোরাঁ ব্যবসায়ীদের হোটেল বন্ধ রাখার নির্দেশ দিয়েছি।

ট্যুরিস্ট পুলিশের পদ্মা ব্রিজ জোনের পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, রাত ১২টার পরে শিমুলিয়া ঘাটে কাউকে অবস্থান করতে দেয়া হবে না। একইসঙ্গে পদ্মা সেতুর মাওয়া এলাকায়ও রাত ১২টার পরে চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]