Print

SomoyKontho.com

নাহিদ রানার তোপে হার দিয়ে টুর্নামেন্ট শুরু সিলেটের

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৩১, ২০২৪ , ৯:০৯ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৩১, ২০২৪, ৯:০৯ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

উইকেটের মিছিলে জাকের আলী অনিক ক্রিজে ছিলেন। কিন্তু কাজের কাজ করতে পারলেন না। ৩৩ বলে ২৪ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন। তার আউটে রংপুর রাইডার্সের বিপক্ষে সিলেট স্ট্রাইকার্সের জয়ের স্বপ্ন মিশে যায় মাটিতে। নাহিদ রানার তোপে হার দিয়ে টুর্নামেন্ট শুরু হলো সিলেটের।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১৫৫ রান করে রংপুর। তাড়া করতে নেমে ৯ উইকেটে ১২১ রানে থামে সিলেটের ইনিংস। রংপুর ৩৪ রানে টানা দ্বিতীয় জয় নিশ্চিত করে।

সিলেটের হয়ে সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন রনি তালুকদার। জাকির হাসান করেন ১২ বলে ১৮ রান। আর কেউ দুই অঙ্কের মুখ দেখেননি। জাকের লম্বা সময় ধরে ক্রিজে থাকলেও লাভ হয়নি কোনো।

রিভিউ নিয়ে সিলেট রক্ষা পায় খুশদিল শাহের হ্যাটট্রিক থেকে। খুশদিল শাহ টানা তিন বলে তিন উইকেট পান। ১৫তম ওভারের প্রথম দুই বলে খুশদিল ফেরান রনি ও আরিফুলকে। তৃতীয় বলে এলবিডব্লিউর শিকার হন সামিউল্লাহ শিনওয়ারি। আম্পায়ার আউট দিলেও রিভিউ নিয়ে পান রক্ষা। ২ উইকেটে সন্তুষ্ট থাকতে হয় খুশদিলকে।

সর্বোচ্চ ৪ উইকেট নেন নাহিদ রানা। ২৭ রানে এই উইকেটগুলো নেন। এ ছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন ২ ও কামরুল ইসলাম নেন ১ উইকেট।

এর আগে ইফতেখার আহমেদ-নুরুল হাসান সোহানে ভর করে কোনোক্রমে দেড়শ পার করে রংপুর। ৪২ বলে সর্বোচ্চ ৪৭ রান করে অপরাজিত ছিলেন ইফতেখার আহমেদ। নুরুল হাসান মাত্র ২৪ বলে ৪১ রান করেন।

ইফতেখারের সঙ্গে সোহানের জুটি থেকে আসে ৪১ বলে ৬৫ রান। শেষ দিকে সোহান আউট হয়ে যাওয়ার রানের গতি কমে যায়। আরিফুলের দুর্দান্ত ক্যাচে ফেরেন সোহান। শেষ দিকে ৮ বলে ১৬ রান করেন শেখ মেহেদী হাসান।

শুরুতে মাত্র ২৮ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে রংপুর। ওপেনার স্টিভেন টেলর ১২, অ্যালেক্স হেলস ৬ ও ৪ রান করেন জাকির হাসান। মাঝে খুশদিল শাহ ১৬ বলে ২১ রান করেন।

সিলেটের হয়ে তানজীম হাসান সাকিব-আল আমিন হোসেন ২ উইকেট করে নেন। তানজীম চার ওভারে ২৭ ও আল আমিন দেন ৩১ রান। এ ছাড়া ১ উইকেট নেন রিচ টপলি।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]