Print

SomoyKontho.com

নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ১৩

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৪, ২০২৫ , ৭:১৮ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৪, ২০২৫, ৭:১৮ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় একটি নির্মার্ণাধীন ভবনের ছাদ ধসে অন্তত ১৩ জন শ্রমিক আহত হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার হোসেনদি এলাকার ইকনোমিক জোনে এ দুর্ঘটনা ঘটে।

আহত শ্রমিকদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে বেসরকারী শিল্প প্রতিষ্ঠান সিটি গ্রুপের মালিকানাধীন ওই ভবনটির ছাঁদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় হঠাৎ শ্রমিকসহ ভবনের ছাদ ধসে পরে।

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, তবে ধ্বংসস্তুপের নিচে আর কোনো শ্রমিক আছে কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার অভিযান চলমান রয়েছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com