Print

SomoyKontho.com

লস অ্যাঞ্জেলসে আগুন, হাজার স্থাপনা ধ্বংস

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১০, ২০২৫ , ৯:১৪ পূর্বাহ্ণ | আপডেট: জানুয়ারি ১০, ২০২৫, ৯:১৪ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

নিয়ন্ত্রণে এসেছে লস অ্যাঞ্জেলসে জ্বলতে থাকা ছয়টি দাবানলের চারটি। তবে শহরের পূর্ব ও পশ্চিমাংশে এখনও অনিয়ন্ত্রিত রয়েছে বিশালাকার দুটি দাবানল। জ্বলছে আগুন আর তাতে ধ্বংস হয়েছে ৫ হাজারের বেশি স্থাপনা। খবর দ্য গার্ডিয়ান, সিএনএনের।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, বাতাসের তীব্রতা কিছুটা কমায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে আগুন। বাকি দুটি দাবানলের নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

লস অ্যাঞ্জেলসের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল বলা হচ্ছে একে। দুই দিনের দাবানলে পুড়ে ছাই হয়েছে ২৮ হাজার একর জমি। বাড়ি ছাড়তে হয়েছে প্রায় ২ লাখ বাসিন্দাকে। সক্রিয় দুটি দাবানল নিয়ন্ত্রণে নিতে না পারলে নতুন করে আরও ২ লাখ মানুষকে ছাড়তে হবে ঘর। বাড়ি-ঘর হারিয়ে আর্তনাদ করছেন লস অ্যাঞ্জেলসের বাসিন্দারা।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনরুদ্ধারে আগামী ১৮০ দিনের কর্মযজ্ঞের সব খরচ সরকার বহন করবে বলে আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

ভয়াবহ এই দাবানলকে ‘সানসেট ফায়ার’ নামে ডাকা হচ্ছে। এরই মধ্যে প্রাকৃতিক এই দুর্যোগে লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন জায়গায় পাঁচজনের মৃত্যু হয়েছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com