Print

SomoyKontho.com

আশুগঞ্জে পাঁচ মাদকসেবীর এক মাসের কারাদণ্ড

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৩, ২০২৫ , ১০:৩৮ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৪, ২০২৫, ৯:৪৯ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

আবু আব্দুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদক সেবন অবস্থায় পাঁচজন কে গ্রেফতার করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জানা যায় ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার এহতেশামুল হক এর নির্দেশে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন আশুগঞ্জ থানার এসআই মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে এ,এস,আই হ্লামং উ মারমা ও সঙ্গীয় ফোর্স ।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শরীয়ত নগর বেকার মার্কেট এর আলমের বাড়িতে মাদক সেবন অবস্থায় পাঁচজনকে গ্রেপ্তার করে আশুগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত দুলাল সরকার,পিতা মৃত মোঃ মালেক সরকার,মোহাম্মদ আলম, পিতা অহিদ মিয়া,ওসমান, পিতা মৃত মনির মিয়া,গাজি মিয়া পিতা মৃত করিম মিয়া এই চারজন চর চারতলা গ্রামের বাসিন্দা । মোস্তফা, পিতা মুক্তার মিয়া, সোনারামপুর গ্রামের বাসিন্দা । সর্ব থানা আশুগঞ্জ জেলা ব্রাহ্মণবাড়িয়া।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচজনকে এক মাসের কারাদণ্ড ও পাঁচশত টাকা জরিমানার আদেশ প্রদন করেন । অনাদায়ে আরো ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন । মামলা নং০৩, ০৪,০৫,০৬,০৭ তারিখ১৩/০১/২০২৫ইং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন২০১৮ এর ৩৬ (৫)ধারা।আসামিদের বিধি মোতাবেক জেলা কারাগার ব্রাহ্মণবাড়িয়ায় সোপর্দ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]