Print

SomoyKontho.com

নতুন ব্যবস্থাপনায় সম্প্রচারে ফিরছে গ্রিন টিভি

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২০, ২০২৫ , ১১:৪৮ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২০, ২০২৫, ১১:৪৮ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

নতুন ব্যবস্থাপনায় নতুনভাবে স্যাটেলাইটে নিয়মিত সম্প্রচারে ফিরেছে গ্রিন টিভি। আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস থেকে শুরু হবে বেসরকারি এ টিভির নতুন যাত্রা।

এর আগে, ১৯ আগস্ট সম্প্রচার সেবার বকেয়া মূল্য পরিশোধে বারবার ব্যর্থ হওয়া গ্রিন টিভি এর স্যাটেলাইট সম্প্রচার সেবা সাময়িকভাবে বন্ধ করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। বকেয়া পরিশোধ মোতাবেক গ্রিন টিভির পুনরায় স্যাটেলাইট সম্প্রচার শুরু হচ্ছে।

গ্রিন টিভিকে আরও সামনে এগিয়ে নিতে পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হয়েছে। চেয়ারম্যান হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন সৈয়দ গোলাম দস্তগীর, ভাইস-চেয়ারম্যান জালাল উদ্দিন রুমি, ব্যবস্থাপনা পরিচালক মো: লুৎফর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা প্রদীপ কুমার সাহা এবং প্রধান উপদেষ্টা ধীমন বড়ুয়া ।

বিনোদনের পাশাপাশি সংবাদ পরিবেশনায় গ্রিন টিভিকে জনমানুষের কাছে নতুন রূপে পরিচয় করিয়ে দেয়ার ক্ষেত্রে কাজ করবে বলে জানিয়েছে নতুন পরিচালনা পর্ষদ।

প্রসঙ্গত, ২০২৩ সালের ১৯ মে দেশের ৩৯তম টেলিভিশন চ্যানেল হিসেবে যাত্রা শুরু করে গ্রিন টিভি।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com