Print

SomoyKontho.com

সাভারে দুগ্ধ খামার থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২২, ২০২৫ , ৩:৪১ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২২, ২০২৫, ৩:৪১ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

সাভার প্রতিনিধি।।
সাভারে সরকারি কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের ভেতর থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে ধারালো অস্ত্রের আঘাতে  হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

বুধবার (২২ জানুয়ারি) সকালে সাভারে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের ভেতরে সড়কের পাশের নির্জন স্থান থেকে ওই ব্যক্তির রক্তাক্ত মরদেহটি উদ্ধার করা হয়।নিহত মাহফুজুর রহমান রাজু (৪৩) পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার পূর্ব চৈতা গ্রামের আতাহার উদ্দিন শিকদারের ছেলে। তিনি কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে এক সপ্তাহ যাবৎ কাজ করে আসছিলেন।

নিহতের ভাই মো. মিজান বলেন, ডেইরি ফার্মের ভেতরে পানির পাম্পে চুক্তিভিত্তিক শ্রমিকের কাজ করতেন মাহফুজুর রহমান রাজু। কিন্তু গতকাল সন্ধ্যায় তিনি কাজ শেষে আর বাসায় ফেরেনি। পরে অনেক খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের ভেতরে তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অলোক কুমার দে জানান, ডেইরি ফার্মের ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]