Print

SomoyKontho.com

অটোরিকশা চালক শওকত হত্যা মামলার রহস্য উন্মোচন

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২২, ২০২৫ , ৬:৪০ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২২, ২০২৫, ৬:৪০ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

সাভার প্রতিনিধি।।

সাভারে অটোরিকশা চালক হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ। বুধবার দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির।

তিনি বলেন, গত বছরের ১৮ই জুলাই ভাকুর্তার নিজ বাড়ি থেকে ভাড়ায় চালিত অটোরিকশা ভাড়া নেন কয়েকজন ব্যক্তি। পরে ভাকুর্তার খাগুরিয়া এলাকায় যাত্রী বেশি দুর্বৃত্তরা অটোরিকশা চালক শওকত আলীকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ খাগুরিয়া এলাকায় ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।পরে অটোরিকশাটি দুর্বৃত্তরা একটি গ্যারেজে ত্রিশ হাজার টাকায় বিক্রি করে সেই টাকা দিয়ে মাদক সেবন করে ।

এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হলে অজ্ঞাত আসামিদের শনাক্তে কাজ করে পুলিশ। উন্নত প্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার রাতে সাভারের হেমায়েতপুর থেকে হত্যাকারী আব্দুল গণিকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ।গ্রেফতারকৃত আব্দুল গণি হত্যাকাণ্ডের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় অন্য আসামিদের আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সাভার মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আশিক ইকবাল, অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিঞা ।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]