Print

SomoyKontho.com

বিদ্যালয়ে ঢুকে ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা, যুবক আটক

প্রকাশিত হয়েছে: মার্চ ৯, ২০১৬ , ৭:০৫ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৯, ২০১৬, ৭:০৫ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের কেশেরা এলাকার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে প্রথম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টার অভিযোগে আল মামুন (২২) নামের এক যুবককে আটক করা হয়েছে। আজ বুধবার এলাকাবাসী মামুনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

এলাকাবাসী ও বিদ্যালয় সূত্র জানায়, গোবিন্দপুর গ্রামের আল-মামুন গত রবিবার স্কুল শুরুর আগে সকাল সোয়া ৯টার দিকে বিদ্যালয়ের দ্বিতীয় তলায় যান। সেখানে প্রথম শ্রেণির কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন তিনি। তখন তিনি কক্ষে থাকা প্রথম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা করেন। তখন ছাত্রী চিৎকার শুরু করলে বিদ্যালয়ের শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থী এগিয়ে যান। তখন দরজা খুলে মামুন পালিয়ে যান। পরে আজ বুধবার এলাকাবাসী মামুনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

এ ব্যাপারে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু মোল্লা সাংবাদিকদের বলেন, এ ঘটনায় মামুনের বিরুদ্ধে মামলা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]