Print

SomoyKontho.com

অন্তর্বর্তী সরকার আমাদের আন্দোলনের ফসল: খাইরুল কবির খোকন

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৭, ২০২৫ , ২:৪৮ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২৭, ২০২৫, ২:৪৮ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারালে জনগন এই সরকারের অধীনে ভোট করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন। তিনি বলেন, বাংলাদেশে অনেক সরকারের পতন দেখেছি কিন্তু শেখ হাসিনার মতো দেশ ছেড়ে পালাতে দেখিনি। অন্তবর্তীকালীন সরকার আমাদের আন্দোলনের ফসল।

সোমবার (২৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকার বিএনপির কথায় ১/১১ এর গন্ধ পাচ্ছে। অথচ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি। কারণ, বিগত সরকার আমলে, দলটিকে মাইনাস টু করার চেষ্টা করা হয়েছে।

এসময় তিনি আরো বলেন, সকলের পরিপূরক এই অন্তর্বর্তী সরকার। অথচ ৬মাস পার হয়ে যাবার পরেও কোনো রোডম্যাপ দিচ্ছে না বর্তমান সরকার। তাই জনগণের মধ্যে সন্দেহ তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন খাইরুল কবির খোকন।

এই বিএনপি নেতা বলেন,আমরা চাই না এই সরকারের বিরূদ্ধে জনগণ মাঠে নামুক। এসময়, সকলকে কোনো ষড়যন্ত্রে পা না দেয়ার আহ্বান জানান তিনি।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com