মিনহাজ উদ্দিন আশুগঞ্জ প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি নাদিমুল ইসলাম রোহানের উপর অতর্কিত ও বর্বরোচিত হামলার প্রতিবাদে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল ২৬ শে জানুয়ারি রোজ রবিবার দুপুরে ফিরোজ মিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে ছাত্র জনতার ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নাগরিক কমিটির আশুগঞ্জ শাখার সংগঠক আবু সুফিয়ান আজাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক ও জাতীয় নাগরিক কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার প্রতিনিধি জয়ন্তী বিশ্বাস, ছাত্রনেতা জান্নাত, আলী হায়দার, রবিন সহ আরো অনেকে। এ সময় বক্তারা নাদিমুল ইসলাম রুহানের উপর হামলাকারীদের অবিলম্বে আইনের আওতাই এনে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com