Print

SomoyKontho.com

২৪ ঘণ্টায় মৃত্যু ৩৮ জনের, শনাক্ত ২৫২০

প্রকাশিত হয়েছে: জুলাই ২৫, ২০২০ , ৪:৫২ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২৫, ২০২০, ৪:৫২ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

সময়কণ্ঠ ডেস্ক প্রকাশিত হয়েছে: জুলাই ২৫, ২০২০ , ২:৩৭ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় দেশ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৮ জনের এবং আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ৫২০ জন। দেশের বিভিন্ন ল্যাবের ৯ হাজার ৬১৫ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্তের এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সবমিলিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৮৭৪ জনের এবং মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ২১ হাজার ১৭৮ জন। নতুন করে ১ হাজার ১১৪ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়ে বাড়ি গেছেন ১ লাখ ২২ হাজার ৯০ জন।

শনিবার (২৫ জুলাই) দুপুরে দেশে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। মৃতদের মধ্যে পুরুষ ২৯ জন এবং নারী ৯ জন। যাদের মধ্যে ঢাকার ১৭ ও চট্রগ্রামের রয়েছেন ৪ জন এবং রাজশাহীর ৮ জন। তাদের মধ্যে হাসপাতালে মৃত্যু হয়েছে ৩৪ জন এবং বাড়িতে মৃত্যু হয়েছে ৩ জনের। তাছাড়া দেশ আক্রান্তের হার ২৪.১২ শতাংশ এবং সুস্থতার হার ৫৫.২০ শতাংশ বলে জানানো হয়। নতুন করে আইসোলেশনে যুক্ত হয়েছেন ৬৪৯ জন।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]