Print

SomoyKontho.com

কম সুদে বড় ঋণ সহায়তা দিচ্ছে ভারত

প্রকাশিত হয়েছে: মার্চ ৯, ২০১৬ , ৭:০৬ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৯, ২০১৬, ৭:০৬ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

বাংলাদেশের আর্থ-সামাজিক খাতের উন্নয়নে কম সুদে ২০০ কোটি ডলারের বড় ঋণ সহায়তা দিচ্ছে প্রতিবেশী দেশ ভারত।

বুধবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার ও ভারত সরকার মনোনীত ভারতীয় এক্সিম ব্যাংকের মধ্যে একটি ঋণচুক্তি স্বাক্ষর হয়।

বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইআরডি সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং ভারতের পক্ষে স্বাক্ষর করেন দেশটির এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক যদুভেন্দ্র মাথুর।

এ বিষয়ে সিনিয়র সচিব মেজবাহউদ্দিন বলেন, ‘২০১৫ সালের জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরকালে ২০০ কোটি ডলারের ঋণ রেখা মঞ্জুর হয়। অবকাঠামো খাতে বিশেষ করে রেল যোগাযোগ, সড়ক পরিবহন, বিদ্যুৎ, শিক্ষা, অর্থনৈতিক অঞ্চল, তথ্য-প্রযুক্তিসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে এই অর্থ ব্যবহার করতে পারবে বাংলাদেশ।

নমনীয় সুদে এ ঋণ ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ২০ বছরের মধ্যে পরিশোধ করতে হবে। এ ঋণের বাৎসরিক সুদের হার ১ শতাংশ ধার্য করা হয়েছে।

এর আগে ২০১০ সালে ডলার ক্রেডিট এগ্রিমেন্ট’র আওতায় বাংলাদেশকে ১০০ কোটি টাকার ঋণ দিয়েছিলো ভারত।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]