Print

SomoyKontho.com

ইজতেমা উপলক্ষ্যে অতিরিক্ত ট্রিপ চালু করলো মেট্রোরেল

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৩১, ২০২৫ , ৭:৫৪ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৩১, ২০২৫, ৭:৫৪ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে শুরু হওয়া বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে মুসল্লিদের যাতায়াতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ইজতেমা চলাকালে মুসল্লিদের চলাচল সহজ করতে মেট্রোরেল ৬টি অতিরিক্ত ট্রিপ চালু করেছে।

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) দেয়া এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ইজতেমা উপলক্ষ্যে ধর্মপ্রাণ মুসল্লি ও সম্মানিত যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে মেট্রোরেলের পক্ষ থেকে ইজতেমা চলাকালীন অতিরিক্ত ছয়টি ট্রিপের মাধ্যমে যাত্রী সেবা প্রদান করা হচ্ছে। সম্মানিত ধর্মপ্রাণ মুসল্লি ও যাত্রীদের মেট্রোরেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

চলতি বছরের ফেব্রুয়ারিতে তিন পর্বে ইজতেমা হচ্ছে। আজ শুক্রবার বাদ ফজর বাংলাদেশের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে। যা চলবে আগামী রোববার পর্যন্ত। ওইদিন আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমার প্রথম পর্ব।

এরপর দ্বিতীয় পর্ব ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। ১৪ ফেব্রুয়ারি শুরু হয়ে তৃতীয় পর্ব ১৬ ফেব্রুয়ারি শেষ হবে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com