Print

SomoyKontho.com

মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারে জাতীয় গ্রন্থাগার দিবস উদ্‌যাপিত

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৫, ২০২৫ , ৬:৩১ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ৬:৩১ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ উদ্‌যাপিত হয়েছে। ‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার এই আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের আয়োজনে আলোচনাসভা ও বই পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

বুধবার বিকেলে জেলা সদরের মহিনন্দ নীলগঞ্জ সড়কের পাশে অবস্থিত পাঠাগার প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পাঠাগারের প্রতিষ্ঠাতা আমিনুল হক সাদী। এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক মো:আজিজুল হক সুমন। প্রতিযোগীদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ লাইন্স হাই স্কুলের শিক্ষার্থী মোঃ আতিকুর রহমান , মহিনন্দ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ আহমেদ রাফি ও শিক্ষার্থী রকি। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের নানা দিক নিয়ে বই পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রধান করা হয়।
এ সময় মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিযোগিগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত ২০১১ সালে পাঠাগারটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে গ্রামীণ জনপদের জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। পাঠাগারটি জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগারের শ্রেষ্ঠ সম্মাননাসহ নানা পুরস্কারে ভূষিত হয়েছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]