Print

SomoyKontho.com

শাওন ও সাবাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিলো ডিবি

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৭, ২০২৫ , ৬:৩৮ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ৬:৩৮ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে ডিবি।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে মেহের আফরোজ শাওনকে আটক করে ডিবি। অন্যদিকে একই অভিযোগে রাত ১২টার দিকে সোহানা সাবাকেও আটক করা হয়। পরে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আজ তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হলো।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]