Print

SomoyKontho.com

কবে হোমটাউনে যাবেন বিপিএল চ্যাম্পিয়নরা, জানালেন তামিম

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৮, ২০২৫ , ১২:৫৭ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ১২:৫৭ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসরের শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মেগা ফাইনালে চিটাগং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় দলটি। এবার চ্যাম্পিয়ন বেশে নিজেদের শহর বরিশালে যাওয়ার কথা জানিয়েছেন অধিনায়ক তামিম।

ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বরিশাল অধিনায়ক তামিম ইকবাল জানান, আগামী রোববার (৯ ফেব্রুয়ারি) তারা ট্রফি নিয়ে বরিশালে যাবেন।

তামিম বলেন, আমরা গতবার (বিপিএল) জেতার পর বরিশাল আসতে পারিনি। এখন পর্যন্ত আমরা ঠিক করেছি, ৯ তারিখে আসব (বরিশাল)। আশা করি, বরিশালে যারা আছেন সবাই থাকবেন আমাদের স্বাগত জানানোর জন্য। সব যদি ঠিক থাকে, এই ৯ তারিখে আপনারা আমাদের কাপসহ দেখতে পারবেন।

বিপিএলের বেশিরভাগ ম্যাচ ঢাকায় আয়োজিত হলেও সিলেট ও চট্টগ্রামেও কিছু ম্যাচ অনুষ্ঠিত হয়। ফলে বরিশালের অনেক দর্শক সরাসরি মাঠে বসে তাদের প্রিয় দলের খেলা উপভোগ করতে পারেননি। এবার সেই ভক্তদের কথা ভেবেই বরিশাল সফরের সিদ্ধান্ত নিয়েছে চ্যাম্পিয়নরা।

যেহেতু বিপিএলে হোম অ্যান্ড অ্যাওয়ে সিস্টেম নেই তাই অনেক ফ্র্যাঞ্চাইজি নিজেদের শহরে হোম ভেন্যুর যে স্বাদ, সেটি নিতে পারেন না। এবার শিরোপা জিতে তাই সেই শহরের মানুষদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে প্রস্তুত দক্ষিণবঙ্গের ফ্র্যাঞ্চাইজিটি।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]