Print

SomoyKontho.com

রোনালদোর গোল, দাপুটে জয় আল নাসরের

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৮, ২০২৫ , ১২:৫৯ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ১২:৫৯ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

সৌদি লিগে দুর্দান্ত জয় পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) আল ফায়হা এফসির মুখোমুখি হয় তারা। ম্যাচে গোল পেয়েছেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো। পেশাদার ক্যারিয়ারে এটি তার ৯২৪তম গোল।

আল আওয়াল পার্কে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আল নাসর। ম্যাচের ২২তম মিনিটে প্রথম গোলের দেখা পায় দলটি। জানুয়ারিতে ইংলিশ প্রিমিয়ার লিগের অ্যাস্টন ভিলা থেকে আসা জন ডুরান গোলটি করেন। কাছ থেকে নিখুঁত ফিনিশিংয়ে আল নাসরের জার্সিতে অভিষেক ম্যাচেই গোলের খাতা খোলেন এই কলম্বিয়ান ফরোয়ার্ড। ১-০তে লিড নিয়ে বিরতিতে যায় আল নাসর।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭২তম মিনিটে ডুরান আরও একবার জালে বল জড়ান। এবার সাদিও মানের ক্রস থেকে দারুণ এক ফিনিশিংয়ে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

দুই মিনিট পর দলের হয়ে তৃতীয় গোলটি করেন রোনালদো। ডান দিক থেকে আসা একটি ক্রসে নিখুঁত টাচে বল জালে পাঠান তিনি। এই গোল আল নাসরের দাপুটে পারফরম্যান্সের পূর্ণতা এনে দেয়।

উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার আল আহলির বিপক্ষে লিগে নিজেদের পরবর্তী লিগ ম্যাচে মাঠে নামবে রোনালদোরা। ১৭ ফেব্রুয়ারি এএফসি চ্যাম্পিয়নস লিগে ইরানিয়ান ক্লাব পার্সেপোলিস এফসির মোকাবিলা করবে আল নাসর।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]