নেত্রকোণা (জেলা)প্রতিনিধি:
‘‘মানুষ মানুষের জন্য-জবিন জীবনের জন্য’’ এই প্রতিপাদ্যকে ধারণ করে বাকলজোড়া ইউনিয়ন বিএনপি‘র আয়োজনে, বিএনএসবি চক্ষু হাসপাতাল ময়মনসিংহ’র সহযোগিতায় নেত্রকোণার দুর্গাপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন কালে এ কথা বলেন, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব, ব্যারিস্টার কায়সার কামাল। শনিবার (৮ ফেব্রুয়ারি) দিনব্যাপি এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
স্থানীয় গুজিরকানা উচ্চ বিদ্যালয় মাঠে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক ডা: তাসনাভা এর নতত্ব ২৪ জন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক এই ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। প্রায় ৪ হাজার গরীব, দুঃস্থ অসহায় রোগীদের মাঝ বিনামূল্যে চক্ষু চিকিৎসা, অপারেশন ও ঔষধ বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে, জেলা বিএনপি‘র সাবেক সহ:সভাপতি আলহাজ ঈমাম হাসান আবুচান, উপজেলা বিএনপি‘র আহ্বায়ক জহিরুল আলম ভুইয়া, যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম রফিক, জামাল উদ্দিন মাস্টার, বিএনপি নতা এম এ জিন্নাহ, শিক্ষাবিদ শহীদুল্লাহ খান, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সাত্তার মাস্টার, পৌর যুবদলের সদস্য সচিব সম্রাট গনি সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপি মা, মাটি ও মানুষের দল। বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে থেকে রাজনীতি করার নির্দেশ দিয়েছেন। দেশের সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে বিএনপি সারাদেশে কাজ করে যাচ্ছে। দেশের স্বার্থে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল বিএনপি‘র নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ইতিপূর্বে ব্যারিস্টার কায়সার কামাল, দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় বেশ কয়েকটি ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে শত শত সাধারণ রোগিদের চিকিৎসা করিয়েছেন। এ পর্যন্ত ৩১০৯ জন রোগীকে চিকিৎসা সেবা দিয়ে ৯১২ জন রোগীকে ছানি অপারেশন এর জন্য নির্ধারণ করা হয়। যাদেরকে পর্যায়ক্রমে বিনা পয়সায় অপারেশন করা হবে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com