Print

SomoyKontho.com

আশুলিয়ায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণের জেরে গুলি বিনিময়, গুলিবিদ্ধ ১

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৯, ২০২৫ , ৮:৩৬ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২৫, ৮:৩৬ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

সাভার প্রতিনিধি :

আশুলিয়ায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধসহ দুই জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ইটের আঘাতে আরও একজন পথচারী আহত হয়েছেন।
রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সাড়ে তিনটার দিকে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা সংলগ্ন জামগড়া-বাগবাড়ি আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। এসময় দুটি গুলির খোসা উদ্ধার করে পুলিশ।

গুলিবিদ্ধ হয়েছে আহত যুবক হবিগঞ্জ জেলার মো. ডালিমের ছেলে কাপ্তান (১৬)। সে জামগড়া চৌরাস্তা এলাকার আলমগীর চৌধুরীর ভাড়া বাড়িতে থেকে একটি দোকানের বিক্রয়কর্মী হিসাবে কাজ করতো। আহত অপরজন হলেন- নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লোহাগড়া গ্রামের নুর মোহাম্মদ শেখের ছেলে মোঃ শেখ আবু জাফর। মাথায় ইটের আঘাতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা জানান, বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড কারখানা থেকে ঝুটের মালবোঝাই ট্রাক বের হয়।

এ সময় ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। দফায় দফায় সংঘর্ষ ও গুলির শব্দ শোনা যায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিক জানান, সংঘর্ষ ও গুলির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা যায়, স্থানীয় বকুল ভূঁইয়া ও শরীফ চৌধুরীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত তা শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]