Print

SomoyKontho.com

৭ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল সচল

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৯, ২০২০ , ১২:০৪ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২০, ১২:০৪ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

স্টাফ করেসপন্ডেন্ট | সময়কন্ঠ.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২০

গাজীপুর: সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক রেল স্টেশন এলাকায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে প্রায় সাত ঘণ্টা পর মালবাহী ট্রেনের লাইনচ্যুত হওয়া বগিটি লাইনে তুলতে সক্ষম হন। পরে শনিবার সকাল সাড়ে ৮টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান জানান, রাত দেড়টার দিকে মৌচাক স্টেশন এলাকায় রেল গেটের কাছে দিনাজপুরগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এসময় প্রায় সাত ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ছিল। খবর পেয়ে জয়দেবপুর থেকে উদ্ধারকারী একটি দল ঘটনাস্থলে গিয়ে লাইনচ্যুত বগিটি লাইনে তুললে শনিবার সকাল সাড়ে ৮টা থেকে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]