Print

SomoyKontho.com

টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১০, ২০২৫ , ১০:৩৭ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ১০:৩৭ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইল বাসাইল উপজেলায় মহাসড়কের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের উপজেলার হাবলা ইউনিয়নের গুল্যা এলাকায় লাশটি পাওয়া যায় বলে বাসাইল থানার ওসি মো. জালাল উদ্দিন নিশ্চিত করেছেন।নিহত অভিজিত চন্দ্র রায় (২৬) সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পাঁচগাছি গ্রামের রিপন চন্দ্র সরকারের ছেলে।

 

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন জানান, ঘটনাস্থলে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে থেকে ওই মরদেহটি উদ্ধার করে। পরে নিহত যুবকের প্যান্টের পকেটে পাওয়া জন্ম সনদ ও সার্টিফিকেট দেখে তার পরিচয় শনাক্ত করা হয়। স্থানীয় মেম্বার-চেয়ারম্যানের মাধ্যমে তার পরিবারকে খবর দেওয়া হয়। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]