Print

SomoyKontho.com

৭ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে শ্যামপুরে প্লাস্টিক কারখানার আগুন

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১১, ২০২৫ , ১২:৩১ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ১২:৩১ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

রাজধানীর শ্যামপুরে প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় সকাল সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে নির্বাপণ কাজ এখনও চলমান রয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, ভোর ৫টার কিছু পরে আগুনের খবর পান তারা। নিয়ন্ত্রণে একে একে যোগ দেয় ৭টি ইউনিট। ২ ঘন্টার কিছু বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শ্যামপুরের ১১ নং লাল মসজিদ রোডের এই কারখানায় প্লাস্টিক ও রাবার ছিলো। সেখানে পুরাতন স্যান্ডেলের রিসাইক্লিং করা হতো বলে জানা গেছে। আগুন নেভাতে পোস্তগোলা, সূত্রাপুর ও সিদ্দিকবাজার স্টেশনের ফায়ার ফাইটাররা যোগ দেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]