Print

SomoyKontho.com

জিম্মিদের মুক্তি না দিলে শনিবার গাজা যুদ্ধবিরতি শেষ হওয়া উচিত: ট্রাম্প

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১১, ২০২৫ , ১২:৩৬ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ১২:৩৬ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

গাজায় জিম্মি থাকা সবাই না ফিরে আসলে যুদ্ধবিরতি শেষ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার দুপুরের মধ্যে জিম্মি থাকা সবাই না ফিরলে তিনি হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি বাতিলের প্রস্তাব দেবেন বলেও জানান।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ওভাল অফিস থেকে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। খবর রয়টার্স।

গাজা থেকে ফিলিস্তিনিদের না সরালে তিনি জর্ডান ও মিশরকে সাহায্য বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেন।

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে জিম্মিদের মুক্তি দেওয়ার পরবর্তী কার্যক্রম স্থগিত করার কথা জানিয়েছেন হামাসের সামরিক শাখার একজন মুখপাত্র। এরপরই মূলত এই মন্তব্য করেন ট্রাম্প।

ইসরায়েলের গুরুত্বপূর্ণ সহযোগী যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট বলেন, “গাজায় আটকে থাকা ‘সব’ জিম্মি শনিবারের মধ্যে ফেরত না দেওয়া হলে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করা উচিত। আমি বলব, শনিবার ১২টার মধ্যে তাদের ফেরত দেয়া উচিত…সবাইকে… ছিটেফোঁটা নয়…দুই, এক বা তিন চার জন নয়।”
তিনি ইসরায়েলের দিক থেকে প্রতিশোধ নেওয়ার কথা বোঝাচ্ছেন কি না এমন প্রশ্নের জবাবে বলেছেন, “আপনারা দেখবেন, তারাও দেখবে। হামাসও দেখবে আমি কী বোঝাচ্ছি।”

গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরুর পর ১৬ ইসরায়েলি ও পাঁচ জন থাই জিম্মি মুক্তি পেয়েছেন। বিনিময়ে ইসরায়েলের ৫৬৬ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]