Print

SomoyKontho.com

গুমের ঘটনায় ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক সেনা কর্মকর্তা জিয়াকে

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১২, ২০২৫ , ১:১০ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ১:১০ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

বিগত সরকারের সময় গুমের ঘটনায় দায়ের করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। এ মামলায় হাজিরা দিতে বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালেই তাকে ট্রাইব্যুনালে আনা হয়।

এর আগে, গত ৬ জানুয়ারি গুমের এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ ও সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারেক সিদ্দিকীসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলো ট্রাইব্যুনাল।

এর মধ্যে, যাকে গ্রেফতার করা সম্ভব, তাদের আজ হাজির করার নির্দেশ দিয়েছিলেন আদালত। একইসঙ্গে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করার নির্দেশও দেয়া হয়েছিল গত ৬ জানুয়ারি।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]