Print

SomoyKontho.com

জুলাই-আগস্টে নিহত দলীয় ৮৪৮ জনের তালিকা ট্রাইব্যুনালে জমা দিলো বিএনপি

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৩, ২০২৫ , ২:১৪ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ২:১৪ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

জুলাই-আগস্টের গণহত্যায় নিহত বিএনপির ৮৪৮ জনের তালিকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছে দলটি। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বিএনপির মামলা ও তথ্য সংরক্ষণ সেলের সমন্বয়ক সালাহউদ্দিন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় এ তালিকা জমা দেয়।

এসময় গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ পাঁচ শতাধিক ব্যক্তিকে দায়ী করে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি, নিহত ৮৪৮ জনের তালিকাসহ ঘটনার সময়কার অডিও-ভিডিও এবং এসব হত্যাকাণ্ডে বিভিন্ন থানায় দায়ের হওয়া ৮৪টি মামলার এজাহারের কপিও দাখিল করে বিএনপি।

নিহতদের মধ্যে ৫২৪ জন বিএনপি এবং অঙ্গসংগঠনের, বাকিরা দলটির সমর্থক বলে দাবি করেছেন বিএনপির তথ্য সংরক্ষণ সেলের প্রধান।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]