Print

SomoyKontho.com

আজ থেকে শুরু বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৪, ২০২৫ , ১২:৪৯ পূর্বাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা দীর্ঘ ৬০ বছরেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে এবারের ইজতেমা আরও বিশেষ গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক হতে চলেছে। কেননা প্রথমবারের মতো শবে বরাতের পুণ্যময় রজনীতে টঙ্গীর তুরাগপাড়ে আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে।

আখেরি মুনাজাত ছাড়াও বিশ্ব ইজতেমায় শবে বরাতের রাতে মুসল্লিরা দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হবে।

আর আগে, গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান প্রশাসনের কাছ থেকে বুঝে নিয়েছেন মাওলানা সাদ কান্ধলভী’র অনুসারীরা। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গাজীপুর জেলা প্রশাসনের কাছ থেকে ময়দান বুঝে নেন তারা। আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের তৃতীয় ধাপ।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com