Print

SomoyKontho.com

ঢাবি চারকলার বকুলতলায় জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের বসন্ত বরণ

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৪, ২০২৫ , ৩:৪৩ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ৩:৪৭ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

স্বরূপ সাহা : ‘ এসো মিলি প্রাণের উৎসবে’
স্লোগানে বসন্ত দিনের সূর্য উদিত হওয়ার পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের আয়োজনে শুরু হয় বসন্ত উৎসব ১৪৩১।

ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতির মত সেজেছে বাঙালী মানব মানবী। হলুদ বাসন্তী রংয়ের শাড়ী ও পাঞ্জাবি পরে বকুলতলা প্রাঙ্গণ রঙিন করে তুলেছেন। অনুষ্ঠানে গান, নাচ আবৃত্তি।
১৪০১ বঙ্গাব্দের পহেলা ফাল্গুনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় শুরু হয় বসন্ত উৎসব।

অনুষ্ঠানে একক আবৃত্তি পাঠ করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়,আহকাম উল্লাহ, নাইলা তারান্নুম চৌধুরী কাকলি একক সংগীত পরিবেশন করেন শামা রহমান, মহাদেব ঘোষ, অনিমা মুক্তি গোমেজ, বিমান চন্দ্র বিশ্বাস, বিজন চন্দ্র মিস্ত্রি, মাহমুদুল হাসান, ফেরদৌসী কাকলি, নুসরাত বিনতে নূর, জাইদ চৌধুরী, সঞ্জয় কবিরাজ, এস এম মেজবা প্রমুখ।

বসন্ত কথন পর্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য মোঃ আখতারুজ্জামান, সভাপতি তো করেন সংগঠনের সভাপতি সফিউদ্দিন আহমেদ, বক্তব্য রাখেন সহ-সভাপতি কাজল দেবনাথ ও সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আহসান উল্লাহ তমাল ওনুসরাত ইয়াসমিন রুম্পা।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]