Print

SomoyKontho.com

চট্টগ্রাম-কক্সবাজারে মৃদু ভূমিকম্প

প্রকাশিত হয়েছে: আগস্ট ১০, ২০২১ , ১১:১৮ পূর্বাহ্ণ | আপডেট: আগস্ট ১০, ২০২১, ১১:১৮ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

সময় প্রতিবেদক : চট্টগ্রাম-কক্সবাজারে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বঙ্গোপসাগরে মিয়ানমারের অংশে এ ভূকম্পনের উপত্তিস্থল। সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৩। বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের চট্টগ্রাম অফিসের উপ-পরিচালক সৈয়দ আবুল হাসনাৎ।

তিনি বলেন, সোমবার রাত ৯টা ৪৮ মিনিট ৩২ সেকেন্ডে ভূমিকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পনটি মিয়ানমারে হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজারে অনুভূত হয়েছে। এটি একটি মৃদু ভূমিকম্প।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]