Print

SomoyKontho.com

একুশ তুমি

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৪, ২০২৫ , ১০:৫২ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ১১:৪১ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

একুশ তুমি শোকের ছায়া

শহীদ সেনার আত্মত্যাগ।

একুশ তুমি বহ্নি শিখা
প্রজ্জ্বলিত আলোর বেগ।

একুশ তোমার দীপ্ত ছোঁয়া
ইতিহাসের অলঙ্কার
আন্দোলনের জয় ধ্বনি
জাগরণের অহংকার।

একুশ তুমি ভাষার প্রাণ
অমরকথা কালের জয়।
ফেব্রুয়ারির মুক্তি শপথ
তাইতো তোমার হয়নি ক্ষয়।

একুশ তুমি কষ্ট ভীষণ
সবার চোখের অশ্রু জল।
বাংলা মায়ের কান্না ক্ষত
তপ্ত বুকের দহন নল।

একুশ তুমি রক্তমাখা
আমার ভাইয়ের অঙ্গিকার
তাইতো আমায় ফিরিয়ে দিলে
কথা বলার অধিকার।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com