Print

SomoyKontho.com

হাতিরঝিলে মোটরসাইকেল ছিনতাইয়ের ভিডিও ‘শুটিংয়ের দৃশ্য’: পুলিশ

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৮, ২০২৫ , ৪:৪০ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ৪:৪০ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

রাজধানী হাতিরঝিলে দিনে-দুপুরে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তদন্তে জানতে পেরেছে,  এটি আসলে শুটিংয়ের দৃশ্য।

শুক্রবার (২৮ ফেবুয়ারি) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, হাতিরঝিলে ওভারপাসের নিচে অস্ত্র ঠেকিয়ে চার যুবকের মোটরসাইকেল ছিনতাইয়ের যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে, সেটি আসলে সতর্কতামূলক ভিডিও তৈরির শুটিংয়ের দৃশ্য। কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর রাজধানীতে মোটরসাইকেল চালকদের নির্জন স্থানে ছিনতাইয়ের ব্যাপারে সতর্ক করার উদ্দেশে একটি ভিডিও নির্মাণের উদ্যোগ নেন। তারই অংশ হিসেবে বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে হাতিরঝিলের ২ নম্বর ব্রিজের পূর্ব পাশের এলাকায় দৃশ্যটি ধারণ করা হয়। ভিডিও তৈরিতে যে পিস্তল ব্যবহার করা হয়েছে, সেটি খেলনা পিস্তল। জনসচেতনতামূলক ভিডিওটি তৈরি করে ফেসবুকে পোস্ট করলে কেউ কেউ সেই ভিডিওর খণ্ডিতাংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

পুলিশ জানায়, পূর্ণাঙ্গ ও প্রকৃত ঘটনা সম্পর্কে না জেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের খণ্ডিত ভিডিও বা সংবাদ প্রচারে জনমনে শঙ্কা ও নিরাপত্তাহীনতা সৃষ্টির আশঙ্কা থাকে।

প্রকৃত ঘটনা যাচাই না করে এ ধরনের খণ্ডিত ভিডিও বা সংবাদ প্রচারে সতর্ক থাকার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com