Print

SomoyKontho.com

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান: মঞ্চে নেতারা, দিচ্ছেন বক্তব্য

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৮, ২০২৫ , ৬:৩৬ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ৬:৩৬ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে আত্মপ্রকাশ করতে যাওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আনুষ্ঠানকিতা চলছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে অনুষ্ঠান মঞ্চে উপস্থিতি হন সাবেক উপদেষ্টা ও ছাত্রনেতা নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, সামান্তা শারমিন ও নাসীরুদ্দীন পাটোয়ারীসহ অন্যান্যরা। এরপর দলটির নেতারা ও শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখছেন।

আত্মপ্রকাশের দিনই দলটির ১৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে। ইতোমধ্যে ১৫১ সদস্যের কমিটি চূড়ান্ত হয়েছে।

নতুন এ দলের আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম। দায়িত্ব নিতে তিনি গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন। সদস্য সচিবের পদ পাচ্ছেন আখতার হোসেন। ডাকসুর সাবেক এ নেতা জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

নতুন দলে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে যথাক্রমে সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে যথাক্রমে তাসনিম জারা ও নাহিদা সারওয়ার (নিভা), হাসনাত আব্দুল্লাহ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সারজিস আলম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, নাসীরুদ্দীন পাটওয়ারী মূখ্য সমন্বয়ক, আবদুল হান্নান মাসউদ যুগ্ম সমন্বয়ক ও সালেহ উদ্দিন সিফাত দফতর সম্পাদক হিসেবে থাকছেন।

বিকেল সোয়া ৪টার পর নয়া এ রাজনৈতিক দলের আত্মপ্রকাশের অনুষ্ঠান শুরু হয়। শুরুতে কোরআন, গীতা, বাইবেল, ত্রিপিটক থেকে কিছু অংশ পাঠ করা হয়। এরপর সবাই একসঙ্গে জাতীয় সংগীতের সাথে গলা মেলান। পরে জুলাই অভ্যুত্থানের নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরইমধ্যে মানিক মিয়া অ্যাভিনিউ লোকে লোকারণ্য হয়ে গেছে। নতুন এই দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে ছাত্র-জনতা এতে যোগ দিয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন দেশের কূটনীতিকরা যোগ দিয়েছেন। বিএনপির পক্ষ থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি যোগ দিয়েছেন।

/এমএন

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]