Print

SomoyKontho.com

দিনাজপুরে ট্রাক্টর-ভ্যান সংঘর্ষে নিহত ২

প্রকাশিত হয়েছে: মার্চ ১০, ২০১৬ , ১০:৪৯ পূর্বাহ্ণ | আপডেট: মার্চ ১০, ২০১৬, ১০:৪৯ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার পীরগঞ্জ সড়কের ভাঙা মাদরাসা নামক স্থানে ট্রাক্টরের সঙ্গে রিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার রাত ১২টার দিকে বোচাগঞ্জ উপজেলার ভাঙ্গা মাদ্রাসা এলাকায় বোচাগঞ্জ-পীরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বোচাগঞ্জ থানার ওসি হাবিবুল হক প্রধান জানান।

নিহত ভ্যান চালকের নাম স্বপন, তার বাড়ি বোচাগঞ্জে। পুলিশ ট্রাক্টর চালকের নাম জানাতে পারেনি। ঘটনাস্থল থেকে দুই জনের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে বলে জানান ওসি। স্থানীয় সূত্র জানায়, রাতে খড়িবোঝাই একটি ট্রাক্টর বোচাগঞ্জের দিকে যাচ্ছিল। এসময় বিপরিত দিক থেকে আসা একটি রিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]