Print

SomoyKontho.com

ইভা রহমান থেকে ইভা আরমান

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২১, ২০২১ , ১১:৩৮ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২১, ১১:৩৮ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ডেস্ক : বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সঙ্গে ডিভোর্স হওয়ার পর দ্বিতীয় বিয়ে করেছেন কণ্ঠশিল্পী ইভা রহমান। জানা যায়, তার স্বামীর নাম সোহেল আরমান। আর এই বিয়ের পরই নিজের পুরনো পদবি মুছে ফেলেছেন। এখন থেকে নিজেকে ইভা আরমান বলেই দাবি করছেন তিনি। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ইভা বলেন, আমার স্বামীর নাম সোহেল আরমান। আমাকে ইভা আরমান বলবেন।

ইভা জানান, গত ৪ জুন মাহফুজুর রহমানের সঙ্গে তার বিচ্ছেদ হয়। এরপর ১৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ডিভোর্স সার্টিফিকেট হাতে পান। এরপর গত ১৯ সেপ্টেম্বর ইভার গুলশানের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

উল্লেখ্য, এটিএন বাংলায় সংবাদ পাঠক হিসেবে চাকরিজীবন শুরু করেছিলেন ইভা রহমান। তখনই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহফুজুর রহমানের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তার। সেই সম্পর্ককে পূর্ণতা দিয়ে তারা বিয়ে করেন। একসঙ্গে তারা গানও করেছিলেন।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]