Print

SomoyKontho.com

ম্যান সিটির বিপক্ষে খেলতে প্রস্তুত মেসি

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৮, ২০২১ , ২:০১ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২১, ২:০১ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ডেস্ক : চোট মুক্ত হয়ে সোমবারই পিএসজির অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি। এ তারকা ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ দিয়ে ফিরতেও প্রস্তুত। এমনটাই মনে করেন পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো। পিএসজির শেষ দুই ম্যাচে খেলেননি মেসি। হাঁটুতে চোটের কারণে তাকে নিয়ে শঙ্কা ছিল সিটির বিপক্ষে ‘এ’ গ্রুপের ম্যাচেও। কিন্তু সে শঙ্কা উড়িয়েই দিলেন পচেত্তিনো। বললেন, ‘লিও খুব ভালো আছে। আমি মনে করি, সে আগামীকালকের ম্যাচে স্কোয়াডে থাকবে।’

মেসির স্কোয়াডে থাকা নিশ্চিত করলেও পচেত্তিনো জানালেন না, সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডকে আজ রাতে শুরুর একাদশে দেখা যাবে কিনা, ‘আমি এখনো অবশ্য শুরুর একাদশ নিশ্চিত করিনি, সেটা আগামীকাল নিশ্চিত করবো আমরা।’
বার্সেলোনার মতো মেসি সফল হবেন পিএসজিতে, সে বিষয়ে পচেত্তিনোর মনে কোনো সন্দেহই নেই, ‘আমরা বিশ্বসেরা খেলোয়াড়কে নিয়ে কথা বলছি। কিন্তু এটাও আমাদের মনে রাখতে হবে, সে আমাদের মতোই মানুষ। তারও নতুন ক্লাবে মানিয়ে নেওয়ার জন্য সময় চাই। তার পরিবারেরও নতুন সমাজ, নতুন সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য সময় চাই। অনেক বিষয় আছে, মানুষজনকে কাজ করতে দিন। খেলোয়াড়টাকে মানিয়ে নিতে দিন, তারপরই এখানে ঘরের অনুভূতি পাবে মেসি। সে বার্সেলোনায় ২০ বছর ছিল। এখন সে ঘরটা সেই বার্সেলোনাতে খুঁজে পায়, বিষয়টা স্বাভাবিকই।’

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]