Print

SomoyKontho.com

দুবার ওভারে ছয় ছক্কা হাঁকিয়ে নতুন রেকর্ড পেরেরার

প্রকাশিত হয়েছে: মার্চ ১৭, ২০২৫ , ৩:১০ পূর্বাহ্ণ | আপডেট: মার্চ ১৭, ২০২৫, ৩:১০ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

আবারও ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়ে নতুন রেকর্ড গড়েছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরা। এশিয়ান লিজেন্ডস লিগের এলিমিনেটর ম্যাচে আফগানিস্তান পাঠানস দলের স্পিনার আয়ান খানের করা ইনিংসের শেষ ওভারে ৬টি ছক্কা মেরেছেন তিনি।

এর আগে, ২০২১ সালে লিস্ট ‘এ’ ক্রিকেটে শ্রীলঙ্কা আর্মি স্পোর্টস ক্লাবের হয়ে ৬ বলে ৬টি ছক্কা হাঁকানোর অরজন ছিল এই অলরাউন্ডারের। প্রথম ক্রিকেটার হিসেবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে দুবার ৬ বলে ৬ ছক্কা মারার কীর্তি গড়লেন পেরেরা।

শুধু ছয় ছক্কার রেকর্ডই নয়, গতকাল সেঞ্চুরিও করেছেন পেরেরা। শ্রীলঙ্কা লায়ন্সের হয়ে তিনি মাত্র ৩৬ বলে অপরাজিত ১০৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন। উদয়পুর মিরাজ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ইনিংসের দশম ওভারে ব্যাটিংয়ে নেমেছিলেন পেরেরা। ২৩ বলে ফিফটি পূর্ণ করেন এবং শেষ ওভারে ছয় ছক্কাসহ তিনটি ওয়াইডে ৩৯ রান নিয়ে নেন। তার এই অনবদ্য পারফরম্যান্সে শ্রীলঙ্কা লায়ন্স ২৩০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়।

জবাবে আফগানিস্তান পাঠানস দল ৪ উইকেটে ২০৪ রান সংগ্রহ করে। আফগানদের হয়ে সর্বোচ্চ ৩১ বলে ৭০ রান করেন আসগর আফগান।

প্রসঙ্গত, ওভারের প্রতিটি বলে ছয় ছক্কা হাঁকানোর কৃতিত্ব রয়েছে গ্যারি সোবার্স, রবি শাস্ত্রী, যুবরাজ সিং, হার্শেল গিবস, রস হোয়াইটলি, হজরতউল্লাহ জাজাই, লিও কার্টার, দীপেন্দ্র সিং ঐরী ও জাসকারান মালহোত্রার।

তবে দুইবার ওভারে ছয় ছক্কা হাঁকানোর কীর্তিতে পেরেরাই প্রথম। ২০২১ সালের মে মাসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান এই অলরাউন্ডার।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]