Print

SomoyKontho.com

মা হারালেন ফোকসম্রাজ্ঞী মমতাজ

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৩০, ২০২১ , ১:২৩ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২১, ১:২৩ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ডেস্ক : ফোকসম্রাজ্ঞী ও সংসদ সদস্য মমতাজের মা উজালা বেগম আর নেই। বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। জানা গেছে, অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন মমতাজের মা। চলতি বছরের এপ্রিলে মায়ের উন্নত চিকিৎসার জন্য ভারতেও নিয়ে যাওয়া হয় তাকে৷ অবশেষে আজ না ফেরার দেশে পাড়ি জমালেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, উজালা বেগমের দাফন আজই সম্পন্ন হবে। সবার কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন মমতাজ। মমতাজের বাবা বিখ্যাত বাউল শিল্পী মধু বয়াতী৷ তিনি দুটি বিয়ে করেছিলেন। দ্বিতীয় স্ত্রী ছিলেন উজালা। মমতাজসহ আরও দুই পুত্রের জন্ম দিয়েছেন উজালা বেগম।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]