Print

SomoyKontho.com

তুলসি গ্যাবার্ডের বক্তব্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে কোন প্রভাব ফেলবে না: অর্থ উপদেষ্টা

প্রকাশিত হয়েছে: মার্চ ১৮, ২০২৫ , ৩:০৯ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১৮, ২০২৫, ৩:০৯ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান তুলসি গ্যাবার্ডের বক্তব্যে যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কোন প্রভাব পরবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৮ মার্চ) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

‘অর্থনীতি নিয়ে হতাশার কোন কারণ নেই’ মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে খাদের কিনারায় ছিল বাংলাদেশ, এখন সেখান থেকে উত্তরণ ঘটেছে। এসময়, দেশ বর্তমানে ভালো আছে বলেও উল্লেখ করেন তিনি।

উপদেষ্টা আরও বলেন, উন্নয়নশীল দেশগুলোর তালিকায় প্রবেশ বা এলডিসি উত্তরণ গৌরবের; ২০২৬ সালেই এলডিসি উত্তরণের লক্ষ্যমাত্রা নিয়ে এগুচ্ছে অন্তর্বর্তী সরকার। এর মাঝে কোন সমস্যা হলে, পরিস্থিতি বিবেচনা করে তা সমাধানের চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন ড. সালেহ উদ্দিন আহমেদ।

এর আগে, সোমবার নয়াদিল্লিতে ভারতীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ রয়েছে বলে উল্লেখ করেছিলেন মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসি গ্যাবার্ড। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে করা এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের এই উদ্বেগের কথা জানান তিনি।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]