Print

SomoyKontho.com

যশোরে শিশুকে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত কিশোরকে থানা থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা

প্রকাশিত হয়েছে: মার্চ ২০, ২০২৫ , ১২:১৬ পূর্বাহ্ণ | আপডেট: মার্চ ২০, ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

যশোরে শিশুকে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত কিশোরকে একাধিকবার কোতোয়ালি থানা থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছে বিক্ষুব্ধ জনতা। আজ বুধবার (১৯ মার্চ) বিকালে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হেফাজতে থাকা অবস্থাতেই অভিযুক্ত কিশোরকে মারধর করে উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক কনস্টেবল হামলার শিকার হয়।

জানা গেছে, প্রতিবেশী ৪ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ওই কিশোরের বাড়ি ঘেরাও করে স্থানীয়রা। এ সময় অভিযুক্তের পরিবারের সাথে কয়েকদফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। এরপর ওই কিশোরকে থানা থেকে ছিনিয়ে নিতে কয়েক দফা চেষ্টা করে বিক্ষুব্ধরা।

যশোর কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে ভুক্তভোগী শিশুর পিতা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বয়স নির্ধারণ করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, বুধবার সন্ধ্যায় আসামিকে আদালতে প্রেরণ করলে বিচারক ওই কিশোরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]