Print

SomoyKontho.com

ইয়েমেনে হুতি নেতাদের ঘাঁটি লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলা

প্রকাশিত হয়েছে: মার্চ ২০, ২০২৫ , ১০:২৬ পূর্বাহ্ণ | আপডেট: মার্চ ২০, ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

আবারও ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। টানা পাঁচদিনের মতো দেশটির একাধিক প্রদেশে হামলা চালাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। বুধবার (১৯ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।

রাজধানী সানা, হোদেইদা প্রদেশসহ রাতভর হুতি নিয়ন্ত্রিত এলাকাগুলো লক্ষ্য করে চলে বোমাবর্ষণ। মূল টার্গেট ছিল হুতি নেতাদের ঘাঁটি। অন্তত পাঁচ দফায় চলে বিমান হামলা।

হুতি বিদ্রোহীদের অস্ত্রাগার, ট্রেনিং ক্যাম্পসহ সামরিক ঘাঁটি থাকায় অঞ্চলগুলোকে গোষ্ঠীটির জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ ধরা হয়ে থাকে।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইয়েমেনে হুতি বিরোধী অভিযান শুরু করে ওয়াশিংটন। একদিনেই ১৭০ দফায় চালানো হয় বিমান হামলা। ইরান সমর্থিত গোষ্ঠীকে সম্পূর্ণরূপে নিঃশেষ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]