আবু আব্দুল্লাহ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভারতীয় বিভিন্ন প্রকারের ইনজেকশন সহ ২ জনকে গ্রেফতার করেছে আশুগঞ্জ থানা পুলিশ।
জানা যায় ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার জনাব এহতেশামুল হকের নির্দেশে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন আশুগঞ্জ থানা ইনচার্জ জনাব বিল্লাল হোসেন এর নেতৃত্বে এস আই মোহাম্মদ ইসহাক মিয়া সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করেন। অভিযান কালে আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার ৫০গজ পূর্ব পাশ থেকে একটি প্রাইভেট কার তল্লাশি করেন যার রেজি নং ঢাকা মেট্রো (গ) ১৪- ৯৯০১। তল্লাশি কালে প্রাইভেটকার এর ভিতর থেকে ভারতীয় অবৈধ ইনজেকশন ক,adrenor ৮৮০০ পিচ,খ,eptoin ৬২৫ eptoin ইনজেকশন, গ, কি ১৩২পিচ celplat-50 ইনজেকশন, ঘ,২০ বক্স ৬২৫ পিচklacidiv ইনজেকশন, ঙ,৯৮পিচ klacidiv ইনজেকশন, চ,২৬০পিচ nutrorub 50 ইনজেকশন ছ, আট বক্স ৪০০ পিচ eloyac-B ইনজেকশন সহ সর্বমোট ১০ হাজার ৪৮৫ পিস ইনজেকশন উদ্ধার করে পুলিশ। এ সময় মোঃ স্বপন মিয়া ৩৬ ও ইকবাল মিয়া ৩১ কে গ্রেফতার করে আশুগঞ্জ থানা পুলিশ। স্বপন মিয়ার পিতার নাম সিকিম আলী মাতার নাম দেলোয়ারা বেগম গ্রাম ধীরপুর থানা গোসাইরহাট জেলা শরীয়তপুর । ইকবাল মিয়ার পিতা নাম আব্দুর রশিদ, মাতার নাম নাজমা বেগম, গ্রাম ফুলকুড়ি থানা ডামুড্ডা জেলা শরীয়তপুর। এ বিষয়ে আশুগঞ্জ থানায় চোরাচালান আইনে মামলা প্রক্রিয়া দিন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]