Print

SomoyKontho.com

ব্যারিস্টার ফুয়াদকে গ্রেপ্তারের খবর সঠিক নয়’

প্রকাশিত হয়েছে: মার্চ ২৪, ২০২৫ , ৯:১৮ পূর্বাহ্ণ | আপডেট: মার্চ ২৪, ২০২৫, ৯:১৮ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

এবি পার্টির সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গ্রেপ্তার হওয়ার খরবটি সঠিক নয় বলে একটি গণমাধ্যমকে   জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

সোমবার (২৪ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে এক বার্তায়  এ তথ্য জানান দলের সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ ৷

মজিবুর রহমান বলেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গ্রেপ্তার হওয়ার সংবাদটি ভুয়া। এ নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা চালানো হয়েছে।

এর আগে রোববার দিবাগত রাতে ব্যারিস্টার ফুয়াদের গ্রেপ্তার করার গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরই পরিপ্রেক্ষিতে মজিবুর রহমান মঞ্জু এ তথ্য জানান।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]