Print

SomoyKontho.com

ঈদে এম আই মিঠুর নতুন গান ‘আসতে যদি ফিরে’

প্রকাশিত হয়েছে: মার্চ ২৮, ২০২৫ , ৬:২৭ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২৮, ২০২৫, ৬:২৭ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

সংগীতশিল্পী এম আই মিঠুর কন্ঠে তরুন মুন্সির কথা, সুর ও সংগীতে ‘আসতে যদি ফিরে’ শিরোনামে নামে একটি ভিডিও গান
প্রকাশ পেতে যাচ্ছে দেশের স্বনামধন্য প্রোডাকশন হাউস ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে।

গানটিতে মডেল হিসেবে আছেন আদর আহমেদ ও স্নিগ্ধা,গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।

শিল্পী মিঠু বলেন, শ্রোতাদের কথা মাথায় রেখে স্যাড রোমান্টিক গানের একটি কাজ আপাতত সম্পূর্ণ করা হলো, তবে খুব অল্প সময়ের মধ্যেই পর্যায়ক্রমে আরো চারটি রোমান্টিক গান প্রকাশ করা হবে।
গানটির গীতিকার তরুন মুন্সি বলেন, এটা না পাওয়া ভালোবাসার বহিঃপ্রকাশ মুলক এই গান আশাকরি শ্রোতাদের ভালো লাগবে।

উল্লেখ্য, এ পর্যন্ত শিল্পী এম আই মিঠুর দুইটি একক অ্যালবামসহ প্রায় আড়াইশটি গান প্রকাশিত হয় এছাড়া গত বছর শিল্পী এম আই মিঠুর কন্ঠে রোহান রাজের লেখা, সুর-সংগীতে “মায়া বাড়াইলা” শিরোনামে একটি ভিডিও গান প্রকাশ পায়।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com