সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সড়ক পরিবহন আইনে ২১ হাজার ৯ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার (৫ এপ্রিল) বিকেলে টঙ্গী -ঘোড়াশাল বাইপাস এলাকার কালীগঞ্জ অঞ্চলের বালীগাঁও মোড়ল মার্কেট এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকা, অতিরিক্ত যাত্রী পরিবহন, গাড়ির প্রয়োজনীয় কাগজপত্রাদি না থাকা ও হেলমেট ছাড়া মোটর সাইকেল চালানোসহ বিভিন্ন অপরাধে সাত জনকে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ।
এ সময় সড়ক সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬,৬৭,৭৬,৮৫ ধারায় একটি যাত্রীবাহী বাস, দুটি ড্রাম ট্রাক এবং চারটি মোটরসাইকেলকে সাতটি মামলায় ২১ হাজার ৯০০ টাকা জরিমানা করে নগদ আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় বেঞ্চ সহকারী আলামিন ভূইয়া, আনসার ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com