Print

SomoyKontho.com

ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ঈদের নাটক ‘তোমাদের গল্প’

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৮, ২০২৫ , ১:১২ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৮, ২০২৫, ১:১২ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়া নাটকের মধ্যে ইউটিউবে ট্রেন্ডিংয়ে শীর্ষে রয়েছে ‘তোমাদের গল্প’। এই নাটকে গল্পে যৌথ পরিবারের মাঝে বন্ধন অটুট থাকার কথা বলা হয়েছে।

সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে ঈদের দিন বিকেল ৪টায় এসেছে ‘তোমাদের গল্প’। চার দিনে নাটকটি দেখা হয়েছে ৫০ লাখ বারের বেশি।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তোমাদের গল্প’ নাটকের চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। শহুরে এক তরুণের গ্রামে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে যাওয়ার ঘটনা নিয়েই এর গল্প। ছেলেটির নাম রাতুল। তার চরিত্রে ফারহান আহমেদ জোভানের অভিনয়ে মুগ্ধ দর্শকরা। রাতুলের চাচাতো বোন তুলির সঙ্গে তার দুষ্টু-মিষ্টি রসায়ন গড়ে ওঠে। তুলি চরিত্রে তানজিম সাইয়ারা তটিনী।

নাটকটিতে আরও অভিনয় করেছেন দিলারা জামান, সাবেরি আলম, মনিরা আক্তার মিঠু, শিল্পী সরকার অপু, নাদের চৌধুরী, বড়দা মিঠু, এমএনইউ রাজু, সমু চৌধুরী ও শিশুশিল্পী আয়াত। দেশ-বিদেশের অসংখ্য দর্শক ইউটিউবে মন্তব্যের ঘরে নাটকটি নিয়ে নিজেদের ভালো লাগার অনুভূতি জানিয়েছেন।

নাটকটিতে ব্যবহৃত গান ‘মায়াজাল’ শিরোনামের গানটি গাওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। গানটির কথা লিখেছেন জনি হক।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]