Print

SomoyKontho.com

ভৈরবে ২১১ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি র‍্যাবের হাতে আটক

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৮, ২০২৫ , ৪:১৮ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৮, ২০২৫, ৪:১৮ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

সোহেলুর রহমান, ভৈরব( কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করেছে র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল পৌনে ১১ টায় পৌর শহরের নিউটাউন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় একটি সাদা নোহা গাড়ি তল্লাশি করে ২১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মঙ্গলবার বেলা ১২টায় এক সংবাদ সম্মেলনে মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ভৈরব ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরি।
আটককৃত আসামিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর মিরাশানি মধ্যপাড়া এলাকার মৃত আব্দুল মন্নাফ মিয়ার ছেলে মো. বশির মিয়া (৩৩) ও একই জেলার সরাইল থানার অচালিয়া পাড়ার মো. শফি মিয়ার ছেলে মো. শাহিন মিয়া (৩০)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ভৈরব ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের নিউ টাউন এলাকায় আজ সকালে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সকাল পৌনে ১০ টায় একটি নোহা গাড়িসহ বশির মিয়া ও শাহিন মিয়া নামে দুই মাদককারবারিকে আটক করা হয়। এ সময় গাড়িতে অভিনব কায়দায় রাখা ২১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল আনুমানিক ৪২ লক্ষ ২০ হাজার টাকা।
তিনি আরো বলেন, এ ঘটনায় ভৈরব থানায় একটি মাদক মামলা দায়ের করে আসামিদ্বয়কে আলামত হস্তান্তর করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com