Print

SomoyKontho.com

রাজশাহীতে চাঞ্চল্যকর রাজু হত্যা: ৫ জনের ফাঁসি

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১২, ২০২১ , ২:৫২ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১২, ২০২১, ২:৫২ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী নিউমার্কেট এলাকায় চাঞ্চল্যকর রাজু হত্যা মামলা পাঁচ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৯ জনকে খালাস দেওয়া হয়। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ রায় ঘোষণা করেন রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- দরিখড়বোনা আমবাগানের রাজন, একই এলাকার সাজু, নাটোর লালপুর এলাকার বয়া, দূর্গাপুর থানার দাউদকান্দি এলাকার ইসমাইল ও বাগমারা এলাকার রেন্টু। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট এমতাজুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]