Print

SomoyKontho.com

ওনানার ভুলে লিওর সঙ্গে ড্র ম্যানইউর

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১১, ২০২৫ , ৮:৩৩ পূর্বাহ্ণ | আপডেট: এপ্রিল ১১, ২০২৫, ৮:৩৩ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অলিম্পিক লিওর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সেমিফাইনালে যেতে হলে নিজেদের মাঠে পরের লেগে জিততেই হবে দলটিকে।

ইপিএলে সবশেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে রুখে দেয়ার আত্মবিশ্বাস নিয়ে অলিম্পিক লিওর আতিথ্য নেয় ম্যানইউ। যদিও ম্যাচের ২৫ মিনিটে গোলরক্ষক ওনানার হাস্যকর ভুলে গোল হজম করে বসে রেড ডেভিলস। থিয়াগো আলমাডার সহজ সেট পিস ফেরাতে পারেননি তিনি। প্রথমার্ধের শেষ দিকে লেনি ইরোর গোলে সমতায় ফেরেন আমোরিম শিষ্যরা।

বিরতির পর অনেক চেষ্টা করেও গোলের দেখা পায়নি ম্যানইউ। ৮৮ মিনিটে জিরকজির গোলে লিড নেয় ক্লাবটি। কিন্তু শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে আবারও ওনানার হাস্যকর ভুল। যার খেসারত ম্যানচেস্টার ইউনাইটেডকে দিতে হয়েছে পয়েন্ট হারিয়ে। ম্যাথিস চারকির গোলে শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে অলিম্পিক লিও।

এদিকে, কোয়ার্টার ফাইনালের অপর ম্যাচে ফ্রাঙ্কফুর্টের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যাম। আর কনফারেন্স লিগে লেগিয়া ওয়ারশোকে ৩-০ গোলে হারিয়েছে চেলসি।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]